চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার নুলগোলা গ্রামের মরহুম মনিরুল ইসলাম হঠাৎ হার্ট অ্যাটাক করে মৃত্যু বরন করেন। তার পরিবারে স্ত্রী ও এক মেয়ে রয়েছে, সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে বিশিষ্ট সমাজসেবক বিএনপির নেতা এম ফেরদৌস ইসলাম খোকন।
শনিবার সকাল ১১টায় তিনি পৌর এলাকার নুলগোলা মনিরুল ইসলামের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মনিরুল ইসলামের স্ত্রীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
বিএনপি নেতা এম ফেরদৌস ইসলাম খোকন পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, আমার পরিবার সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে। মনিরুল ইসলামের একমাত্র এতিম মেয়েটির পরাশোনার দায়িত্ব আমি নিলাম এবং সেই পরিবার পাশে সব সময় থাকবো ইনশাল্লাহ। এ সময় বিশিষ্ট সমাজসেবক বিএনপির নেতা এম ফেরদৌস ইসলাম খোকনের পিতা গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান চিন্টু, যুবনেতা হাসান আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য মরহুম মনিরুল ইসলাম গত ১৩আগস্ট হার্ট অ্যাটাক করে নিজ বাসভবনে মৃত্যু বরন করেন। তিনি ছিলেন বিএনপি’র একজন একনিষ্ঠ কর্মী।