খুলনা পশুর নদী থেকে বস্তাবন্ধী একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৬ আগষ্ট মঙ্গলবার দুপুরে খুলনা লবনচরা থানাধীন দশগেট এলাকায় বস্তাবন্দী কিছু ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে নদীথেকে ভাসমান বস্তাটি তুলে ভেতরে হাত পা বাধা একটি মরদেহ দেখতে পান।
মরদেহটি পানিতে কমপক্ষে ২/৩ দিন রয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে। শারীরিক গঠন ও পোশাক দেখে অজ্ঞাত মরদেহটি একজন পুরুষের বলে জানান।
পুলিশ প্রয়োজনীয় অনুসন্ধান ও তদন্ত পূর্বক অজ্ঞাত ব্যক্তির পরিচয় সহ হত্যার রহস্য উদ্ঘাটন করার কথা ব্যক্ত করেছেন।
সম্প্রতি সারাদেশের মতো খুলনাতেও হরহামেশা যেখানে সেখানে মৃতদেহ পাওয়া ও লাগামহীন খুন-হত্যার ঘটনায় খুলনাবাসী শঙ্কিত ও উদ্বিগ্ন।
ছবি আছে