দিদারুলের জন্য মানবিক সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৪:১১ আপডেট: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৪:১১ পিএম
দিদারুলের জন্য মানবিক সাহায্যের আবেদন

নোয়াখালী জেলার  সেনবাগ  পৌরসভার ৭নং ওয়ার্ডের নজরপুর বড় বাড়ির দিদারুল আলম  দিদার যার দুইটি কিডনির ড্যামেজ হয়ে গেছে একটি ১০০% এবং অন্যটি ৯৫% অকার্যকর হয়ে গেছে। 
বর্তমানে প্রতি সপ্তাহে তাকে দুইবার ডায়ালাইসিস করতে হচ্ছে। 
দিদারের বাঁচার একমাত্র উপায় কিডনী ট্রান্সপ্লান্ট করা। ইতিমধ্যে ডোনার পাওয়া গেলেও ব্যয়বহুল ।
চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩০ লক্ষ টাকা। 
 পরিবারের জন্য এত টাকা  জোগাড় করা দুঃসাধ্য। 
তাই, সমাজের  মানুষের কাছে, আকুল আবেদন।
 প্রবাসী ,শিল্পপতি, বিত্তবান, ব্যবসায়ী, চাকুরীজীবি সকলের  নিকট সহযোগিতার আহবান।
যতটুকুই পারেন, আপনার দিদারের জন্য সহযোগিতা হাতবাড়িয়ে দিবেন।
 আপনার সামান্য সহায়তাই হতে পারে একটি অসুস্থ মানুষের প্রানের বেঁচে থাকার কারণ।
বিকাশ, নগদ, রকেট, (পারসোনাল-দিদার)- 
01840532241

ব্যাংক একাউন্ট নং-20502910202523113
দিদারুল আলম
ইসলামী ব্যাংক, সেনবাগ শাখা, নোয়াখালী।

এই বিভাগের আরোও খবর

Logo