বাগেরহাটে হরতাল-অবরোধের ঘোষণা

এম এম জাকীর হোসেন প্রকাশিত: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৪:০৬ আপডেট: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৪:০৬ পিএম
বাগেরহাটে হরতাল-অবরোধের ঘোষণা

৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
বাগেরহাট এর সর্বদলীয় কমিটির সভায় বাগেরহাট জেলায় হরতাল-অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
০৭ সেপ্টেম্বর (রবিবার): জেলার সকল উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
০৮ সেপ্টেম্বর থেকে: অনির্দিষ্টকালের জন্য কঠোর হরতাল পালিত হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে।
কর্মসূচি বাগেরহাট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে কার্যকর করা হবে। এর মধ্যে রয়েছে—
সাইনবোর্ড, মোড়লগঞ্জ ফেরিঘাট, শরণখোলা উপজেলা শহর, মোড়লগঞ্জ উপজেলা সদর, বাগেরহাট বাসস্ট্যান্ড, বাঁশখালীর মোড়, বাগেরহাট সদর উপজেলা, জেলা প্রশাসন কার্যালয় ও কোট চত্বর, বারাকপুর মহিষপুরা, সিএমবি, কাটাখালি, চুলকাঠি বাজার, ফয়লা বাজার, দীগরাজ, রামপাল সদর, ইপিজেড মংলা, মংলা ফেরিঘাট, মংলা সদর ও পৌরসভা, ফকিরহাট বিশ্বরোড মোড়, ফকিরহাট ডাকবাংলা মোড়, ফলতিতা, মাদ্রাসা ঘাট, জয় দেহি, মোল্লাহাট ব্রিজ, নালুয়া বাজার, চিতলমারি সদর, বাকেরগঞ্জ, মনিগঞ্জ ব্রিজ, কুনিয়া বাসস্ট্যান্ডসহ জেলার সকল সরকারি প্রতিষ্ঠান।

এই বিভাগের আরোও খবর

Logo