৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
বাগেরহাট এর সর্বদলীয় কমিটির সভায় বাগেরহাট জেলায় হরতাল-অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
০৭ সেপ্টেম্বর (রবিবার): জেলার সকল উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
০৮ সেপ্টেম্বর থেকে: অনির্দিষ্টকালের জন্য কঠোর হরতাল পালিত হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে।
কর্মসূচি বাগেরহাট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে কার্যকর করা হবে। এর মধ্যে রয়েছে—
সাইনবোর্ড, মোড়লগঞ্জ ফেরিঘাট, শরণখোলা উপজেলা শহর, মোড়লগঞ্জ উপজেলা সদর, বাগেরহাট বাসস্ট্যান্ড, বাঁশখালীর মোড়, বাগেরহাট সদর উপজেলা, জেলা প্রশাসন কার্যালয় ও কোট চত্বর, বারাকপুর মহিষপুরা, সিএমবি, কাটাখালি, চুলকাঠি বাজার, ফয়লা বাজার, দীগরাজ, রামপাল সদর, ইপিজেড মংলা, মংলা ফেরিঘাট, মংলা সদর ও পৌরসভা, ফকিরহাট বিশ্বরোড মোড়, ফকিরহাট ডাকবাংলা মোড়, ফলতিতা, মাদ্রাসা ঘাট, জয় দেহি, মোল্লাহাট ব্রিজ, নালুয়া বাজার, চিতলমারি সদর, বাকেরগঞ্জ, মনিগঞ্জ ব্রিজ, কুনিয়া বাসস্ট্যান্ডসহ জেলার সকল সরকারি প্রতিষ্ঠান।