হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী ফতেপুর বহুমুখী উচ্চবিদ্যালয় পরিচালনার জন্য নবগঠিত এডহক কমিটির সন্মানিত সভাপতি জনাব নুর মোহাম্মদ এবং অন্যান্য সদস্যবৃন্দের অভিষেক ও বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা আজ ৩০ এপ্রিল বুধবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:শাহ আলম এর সভাপতিত্বে মাওলানা মুহাম্মদ জানে আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবগঠিত এডহক কমিটির সভাপতি জনাব নুর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ছালেহ জহুর মোহাম্মদ বাহাদুর, সাবেক চেয়ারম্যান জনাব জাকের হোসেন, সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মহসিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুছা সিদ্দিকী, সমাজ সেবক জনাব আনোয়ার হোসাইন, সমাজ সেবক সাখাওয়াত হোসেন, অভিভাবক সদস্য মোবাশ্বারা আকতার প্রমুখ।