কেন্দুয়ায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কোহিনূর আলম প্রকাশিত: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৪:১৬ আপডেট: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৪:১৬ পিএম
কেন্দুয়ায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নেত্রকোণার কেন্দুয়ার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে     চুরি, জুয়া, মাদক ও দেহ ব্যবসাসহ বেআইনি এবং  অসামাজিক কার্যকলাপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর অংশগ্রহণে প্রতিরোধমূলক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে । 
শনিবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী ২নং ওয়ার্ডের ফতেপুর গ্রামবাসীর উদ্যোগে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিরোধ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় । 
উক্ত সভায় গত ১ সেপ্টেম্বর ফতেপুর গ্রামের ৫জন যুবকের বিরুদ্ধে মিথ্যা গণধর্ষণের অভিযোগের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে এর সাথে যাঁরা জড়িত তারাসহ চুরি, জুয়া, মাদক ও দেহ ব্যবসায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের সামাজিকভাবে বয়কটের আহ্বানের পাশাপাশি আইনের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় । এ ক্ষেত্রে গ্রামবাসী তথা ইউনিয়নবাসীর ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মনে করেন সকল বক্তারা । তারা আরো বলেন, ফতেপুর গ্রামের যুব সমাজকে রক্ষার দায়িত্ব প্রত্যেক অভিভাবকদের যেমন আছে, তেমনি রাজনৈতিক দলের বিশেষ করে বিএনপির  নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ি ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবার রয়েছে । এছাড়াও বিএনপির কোন নেতা-কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেয়া হয় । 
উল্লেখ্য গত ২২ আগস্ট ভোর ৪টায় ফতেপুর গ্রামের কান্দাপাড়ার রুকনের বাড়ি থেকে মাদক ও দেহ ব্যবসার অভিযোগে হাতে নাতে স্থানীয়রা প্রথমে আটক করে একই গ্রামের সোলাইমানের স্ত্রী আফরোজা আক্তার জহুরা, মৃত মোতালেবের ছেলে রুকন মিয়া ও ময়মনসিংহের নান্দাইল থানাধীন শহীদুল ইসলাম দুলালের স্ত্রী নুসরাত রহমানকে । পরে পুলিশে সোপর্দ করলে কেন্দুয়া থানা পুলিশ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে । কিন্তু জেল হাজত থেকে বের হয়েই যে সকল যুবক হাতে নাতে ধরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশে দিয়েছিলো, তাদেরকে আসামী করে বিজ্ঞ আদালতে উপরোক্ত অভিযোগ করেন নুসরাত রহমান ।
এ সময় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম সুরুজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শেখ মোস্তফা কামাল বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এলাকাবাসী, ছাত্র, শিক্ষকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । 

এই বিভাগের আরোও খবর

Logo