ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে জমির ন্যায্যমূল্যের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ রাসেল হোসেন প্রকাশিত: ২৩ আগস্ট , ২০২৫ ১৬:৪০ আপডেট: ২৩ আগস্ট , ২০২৫ ১৬:৪০ পিএম
ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে জমির ন্যায্যমূল্যের দাবিতে সংবাদ সম্মেলন
ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিকরা।

  শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বারবাজার থেকে ফুলবাড়ি পর্যন্ত ১৯টি মৌজার শত শত জমির মালিক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বর্তমানে যে জমির বাজারমূল্য শতকপ্রতি প্রায় পাঁচ লাখ টাকা, সেই জমির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র এক হাজার আটশ টাকা। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগ করা হয়, অনেক জায়গায় জমি বাণিজ্যিক হলেও তা ভুলভাবে ডোবা শ্রেণীর জমি হিসেবে উল্লেখ করা হয়েছে। জমিদাতারা আরও বলেন, অধিগ্রহণ প্রক্রিয়ায় ৭ ও ৮ ধারার নোটিশ দিলেও জেলা প্রশাসন থেকে তাদের কোনো বৈঠকে ডাকা হয়নি।
এ পরিস্থিতিতে জমির মালিকরা বাস্তুচ্যুত হওয়ার শঙ্কায় রয়েছেন। তারা বলেন, ন্যায্য ক্ষতিপূরণ না পেলে পরিবারের ভরণপোষণ, ব্যবসা ও বসতবাড়ি সবকিছু হুমকির মুখে পড়বে। সংবাদ সম্মেলন থেকে অধিগ্রহণকৃত জমির ৮ ধারা প্রত্যাহার, পুনরায় সার্ভে করে জমি ও স্থাপনার বর্তমান বাজারমূল্য অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারণ এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

এই বিভাগের আরোও খবর

Logo