রাঙ্গামাটির লংগদুতে সাতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত

তাজ মাহমুদ প্রকাশিত: ২৭ আগস্ট , ২০২৫ ১৫:২৩ আপডেট: ২৭ আগস্ট , ২০২৫ ১৫:২৩ পিএম
রাঙ্গামাটির লংগদুতে সাতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত

২৭ আগস্ট, ২০২৫ ইং তারিখ বুধবার সকাল ১১ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণের পুর্বে স্থানীয় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে এক সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  উক্ত সাতার প্রতিযোগিতায় উপজেলার লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়, মাইনীমুখ মডেল হাই স্কুল ও বায়তুশশরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহন করে। 
প্রতিযোগিতা শেষে উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান।  উক্ত অনুষ্ঠানটি রাঙ্গামটি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওছমান গণির পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ১৮ টি ইভেন্টের মধ্যে  মাইনীমুখ মডেল হাই স্কুল ০৬ টি, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় ০৫ টি, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় ০৪ টি, ও বায়তুশশরফ মাদ্রাসা ০৩ টি ইভেন্টে জয়ী হয়।

এই বিভাগের আরোও খবর

Logo