বাকি টাকা চাওয়ায় দোকানে হামলা ও ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ জুলাই , ২০২৫ ১৩:৪৫ আপডেট: ২৯ জুলাই , ২০২৫ ১৩:৪৫ পিএম
বাকি টাকা চাওয়ায় দোকানে হামলা ও ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামে বাকি টাকা চাওয়ায় এক নারী দোকানদারকে গালিগালাজ, দোকান ভাঙচুর এবং নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর দোকানদারকে হত্যার হুমকিও দিয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী পূর্ণিমা রায় (৩৫)। সে বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলার জামালপুর ইউ‌নিয়‌নের ন‌লিয়া গ্রা‌মের নরেশ রায়ের স্ত্রী।

পু‌র্ণিমা রায় মঙ্গলবার(২৯ জুলাই) বা‌লিয়াকা‌ন্দি থানায় লিখিত অভিযোগ ক‌রে‌ছেন।  অ‌ভিযোগ সু‌ত্রে জানা যায়, অভিযুক্ত রাব্বুল খান (২৫), পিতা- সলেমান খান, একই এলাকার বাসিন্দা এবং তার দোকানের নিয়মিত ক্রেতা। প্রায় প্রতিদিনই তিনি দোকান থেকে বিভিন্ন পণ্য বাকিতে নিয়ে যেতেন। তার কাছে ২৪৭ টাকা বাকি থাকায় সোমবার (২৮ জুলাই) দুপুরে বাকি টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

পূর্ণিমা রায়ের অভিযোগ, “ঘটনার দিন দুপুর ১২টার দিকে রাব্বুল দোকানে এসে আবারও বাকিতে সিগারেট চাইলে আমি দিতে অস্বীকার করি। এতে সে উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি বাধা দিলে সে দোকানের ভেতরে ঢুকে আমার দোকানের মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করে এবং ক্যাশবাক্স থেকে নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়।”

তিনি আরও জানান, অভিযুক্ত রাব্বুল খান এ সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, “তুমি যদি পুলিশে যাও বা মামলা করো, তাহলে রাতের অন্ধকারে তোকে খুন করে ফেলবো।”

এ ঘটনায় পূর্ণিমা রায় তার পরিবারের সঙ্গে পরামর্শ করে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, “ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

এই বিভাগের আরোও খবর

Logo