ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিরা পরিদর্শন করলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ

মোঃআমিনুর রহমান প্রকাশিত: ১ মে , ২০২৫ ১২:২৯ আপডেট: ১ মে , ২০২৫ ১২:২৯ পিএম
ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিরা পরিদর্শন করলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ
যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন বাংলাদেশেরইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিবর্গ

যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন বাংলাদেশেরইউরোপীয় ইউনিয়ন  প্রতিনিধিবর্গ। সুত্র জানায়, বুধবার (৩০ এপ্রিল) সকালে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করায় এই প্রতিনিধিরা পরিষদের কার্যক্রম দেখতে আসেন। তারা ইউনিয়ন পরিষদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে এবং এলাকাবাসীর সাথে মত বিনিময় করেন। পরিদর্শনে আসা গ্রাম আদালত সক্রিয়করণ ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাডভোকেট মহিতোষ কুমার রায় এ প্রতিনিধিকে বলেন, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত যেভাবে সাজিয়েছেন খুবই চমৎকার। তাছাড়া যে সমস্ত গরিব মানুষেরা এখানে বিনা টাকায় বিচার পেয়েছেন তাদের কথা শুনেছি তারা বেশ খুশি, সার্বিকভাবে আমরাও পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করছি।
এ প্রসঙ্গে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়্যেবুর রহমান বলেন, আমাদের ইউনিয়ন খুলনা বিভাগের মধ্যে গ্রাম আদালত ও জন্ম নিবন্ধনে প্রথম স্থান অধিকার করায় ইউরোপীয় ইউনিয়ন এর প্রতিনিধিবর্গ আমাদের কার্যক্রম দেখতে আসেন এবং সন্তোষ প্রকাশ করেছেন। পরিদর্শনে  আসা ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিরা হলেন,যশোরের ডি ডি এল জি মোহাম্মদ রফিকুল হাসান, পিইএস প্রবাসী বিশেষজ্ঞ মিস্টার অরিন ইপ্পো ডেনমার্ক, নর্থ সাউথ ইস্ট ইউনিভার্সিটি আর্কিটেকচার মোহাম্মদ হারুনুর রশিদ, বাংলাদেশের গ্রাম আদালতের জাতীয় প্রকল্প সমন্বয়ক মিস্টার বিভাস চক্রবর্তী, ইউএনডিপির এ বি সি ডি -৩ প্রকল্পের লিগাল এনালিস্ট ব্যারিস্টার মশিউর রহমান চৌধুরী, অভয়নগর উপজেলা ভূমি সহকারি আব্দুল্লাহ আল ফারুক,যশোরের এসিএলজি মিম বিন মুস্তাফিজ, গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাডভোকেট মহিতোষ কুমার রায়,সাবেক চেয়ারম্যান শেখ হাসেম আলী, সাবেক চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, সাবেক চেয়ারম্যান বাবুল আক্তার, বর্তমান চেয়ারম্যান শেখ তৈয়বুর রহমান সহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরোও খবর

Logo