রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ রফিকুল হাসান (৩৫) কে গ্রেপ্তার করেছে রৌমারী থানার চৌকস পুলিশ। গতকাল সোমবার ৩০ জুন ২০২৫ইং তারিখ সকাল ৭ ঘটিকার সময় রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান গোপন সংবাদের ভিত্তিতে চর নতুন বন্দর গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার পুত্র রফিকুল হাসানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
রফিকুল হাসান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জরিত বলে এলাকা সুত্রে জানা যায়। রফিকুল হাসান ইতোপূর্বে আরো একবার ২২ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কতৃক গ্রে প্তার হয়েছিল। রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান রৌমারীতে যোগদানের পর থেকে রৌমারীকে মাদক মুক্ত করতে তিনি সার্বক্ষণিক তার সংগীয় পুলিশ সদস্যদের মাদক নিধনে সলাপরামর্শ মোতাবেক আইনশৃঙ্খলা পরিস্থিতি শিথিল রাখতে ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সার্বক্ষণিক সোচ্চার ভুমিকা পালন করছেন। তিনি রৌমারীতে যোগদানের পর থেকে মাদক কারবারিদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা ও প্রচুর গাঁজা, ভারতীয় মদ এবং হাজার হাজার ইয়াবাসহ নানা নামীয় মাদকদ্রব্য আটক করে এলাকায় মাদক ব্যাবসায়ীদের কাছে এক আতংকের নাম ওসি লুৎফর রহমান। ওসি লুৎফর রহমানের সাহসিকতা ও মাদক নিধনে এলাকাবাসীরা তার প্রসংসা করেন।
এব্যাপারে রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় পুলিশ সদস্যদের নিয়ে রৌমারী উপজেলাধীন সদর ইউনিয়নের চর নতুন বন্দর গ্রামের অবঃ সেনাসদস্য আনোয়ার হোসেনের পুত্র রফিকুল হাসান এর বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে ২২হাজার ১০০ পিস ইয়াবাসহ রফিকুলকে আটক করা হয়।
পরে তাকে আটক করে রৌমারী থানায় এনে কুড়িগ্রাম জেলহাজতে পাঠনোর প্রক্রিয়া করা হয়। তবে তার কাছে পাওয়া প্রাপ্ত ইয়াবা ২২ হাজার ১০০পিস। আনুমানিক মুল্য ৬৬ লাখ টাকা। সাথে দুটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।