‎হরিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোলাম রব্বানী(বিএসসি) প্রকাশিত: ২১ আগস্ট , ২০২৫ ১৬:৪৮ আপডেট: ২১ আগস্ট , ২০২৫ ১৬:৪৮ পিএম
‎হরিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী, কেক কাটা, ইতিপুর্বে  বিএনপির সকল  মৃত্যু ব্যক্তিদের রুহের আত্তার  মাগফিরাত কামনা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

‎বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আকতার জামিলের সঞ্চালনায়  উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও-০২ আসনের সাবেক ভিপি ও এমপি, -জেড মতূর্জা চৌধুরী তুলা, স্বেচ্ছাসেবক দলের প্রধান বক্তা ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক  মো. মাহমুদুল ইসলাম মুন্না।  গেস্ট অফ অনার  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, উপাধ্যক্ষ মো.জামাল উদ্দিন,উপজেলা বিএনপির সা.সম্পাদক,আলহাজ্জ মো.আবু তাহের।

‎বিশেষ অতিথি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন ও   ৫নং সদর ইউপি'র চেয়ারম্যান মো.রফিকুল ডিলার। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও নেতৃবৃন্দ।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠার পর সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বর্তমানে সভাপতি এস এম জিলানী ও রাজিব আহসান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় নতুন পল্টন, ঢাকায় অবস্থিত।

এই বিভাগের আরোও খবর

Logo