সোনারগাঁয়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নূর নবী জনি প্রকাশিত: ১ মে , ২০২৫ ১২:৪৩ আপডেট: ১ মে , ২০২৫ ১২:৪৩ পিএম
সোনারগাঁয়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নদীতে ভাসমান হাত-পা বাঁধা অবস্থা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নদীতে ভাসমান হাত-পা বাঁধা অবস্থা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশ।


বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে মরদেহটি পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার (তদন্ত ওসি) রাশেদুল হাসান খান।


ওই নারীর বয়স আনুমানিক ৩৫-৩৬ বছর। নিহতের পরিচয় পেতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যায় ।


বৈদ্যারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক)  মো. মাহবুবুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে বেঁধে রেখে যায়।

এই বিভাগের আরোও খবর

Logo