বুধবার রাঙ্গামটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় আজ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক প্রতিপাদ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামটির সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।
এ সময় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান, উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ ইসলাম, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওছমান গণি, মাইনীমুখ মডেল হাই স্কুলের শিক্ষক মোঃ সাইফুল ইসলামসহ
প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়, মাইনীমুখ মডেল হাই স্কুল, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়, লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়, মাইনীমুখ ইসলামীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও বায়তুশশরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা অংশগ্রহণ করে।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মাইনীমুখ মডেল হাই স্কুল রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। সেই সাথে শ্রেষ্ঠ বক্তা হয়েছে মাইনীমুখ মডেল হাই স্কুলের ছাত্রী সাজেদা আক্তার।
সর্বশেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন সহ অন্যান্য অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।