ময়মনসিংহ জেলার গৌরীপুরে মাদক ও দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)র নেতৃত্বে দুই নারীসহ এক পুরুষকে আটক করে গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (০৪ এপ্রিল ২৫) বিকালে পৌর শহরের কলাবাগান এলাকায় ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদ নগর গ্রামের মৃত শেখ আব্দুল গফুরের ছেলে ফজলুল হক (৫৭), রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের মো. জমশেদ আলীর মেয়ে মোসা. শান্তা আক্তার (২৮), ফুলবাড়িয়া উপজেলার বালুক গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে সেলিনা ইয়াসমিন (২৫)।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত দু’মাস আগে তারা এ মহল্লায় তিন রুমের একটি বাসা ভাড়া নেয়, বিভিন্ন সময় বহিরাগত পুরুষ উনাদের রুমে প্রবেশ করতে দেখা যেতো। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ইউএনও ও এসিল্যান্ডের অভিযান চলাকালে তিনজন পুরুষ পালিয়ে যায়। তাদের রুমে ইয়াবা সেবনের আলামত পাওয়া যায় ও জন্মবিরতিকরন দ্রব্য এবং প্রচুর পরিমাণ সিরিঞ্জ পাওয়া যায়।
স্থানীয়রা এইসব মহিলা ও পুরুষ এর কঠিন শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাজ্জাদুল হাসান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে মাদকের আলামত পাওয়া গেছে,
তিনি আরও জানান, তাদেরকে সতর্ক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মৌখিক ভাবে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে।