জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অভ্যন্তরে মেডিকেল কলেজ নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শন করে গেল একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের একটি বিশেষ টিম।
চলতি বছরের ৭ এপ্রিল ‘মুন্সিগঞ্জের অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত আলোচনা সভা’ শেষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, ‘আমাদের এখানে মোটামুটি একটা ডিসিশন হইছে; খুব তাড়াতাড়ি এখানে যাতে একটা মেডিকেল কলেজ করা যায়। হয়ত এক মাস বা দুই মাসের ভেতরে মেডিকেল কলেজ উদ্বোধন করা যায় এজন্য আমরা সবাই চেষ্টা করছি। উপদেষ্টার সেই আশ্বাসের ৩ মাস পেরোলেও সেটি বাস্তবায়ন হয়নি। তবে, আশার খবর হচ্ছে- মুন্সিগঞ্জ জেলা সদরে মেডিকেল কলেজ নির্মাণ কাজ কিছুটা অগ্রগতি হয়েছে।
জানা গেছে, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের অভ্যন্তরে মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। এছাড়া পুরাতন কাচারি এলাকাতেও হবে একটি বহুতল ভবন।