মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ নির্মাণ পরিদর্শনে বিশেষ টিম

আল আমিন প্রকাশিত: ২১ আগস্ট , ২০২৫ ১৬:০১ আপডেট: ২১ আগস্ট , ২০২৫ ১৬:০১ পিএম
মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ নির্মাণ পরিদর্শনে বিশেষ টিম

জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অভ্যন্তরে মেডিকেল কলেজ নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শন করে গেল একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের একটি বিশেষ টিম।

চলতি বছরের ৭ এপ্রিল ‘মুন্সিগঞ্জের অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত আলোচনা সভা’ শেষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, ‘আমাদের এখানে মোটামুটি একটা ডিসিশন হইছে; খুব তাড়াতাড়ি এখানে যাতে একটা মেডিকেল কলেজ করা যায়। হয়ত এক মাস বা দুই মাসের ভেতরে মেডিকেল কলেজ উদ্বোধন করা যায় এজন্য আমরা সবাই চেষ্টা করছি। উপদেষ্টার সেই আশ্বাসের ৩ মাস পেরোলেও সেটি বাস্তবায়ন হয়নি। তবে, আশার খবর হচ্ছে- মুন্সিগঞ্জ জেলা সদরে মেডিকেল কলেজ নির্মাণ কাজ কিছুটা অগ্রগতি হয়েছে।

জানা গেছে, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের অভ্যন্তরে মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। এছাড়া পুরাতন কাচারি এলাকাতেও হবে একটি বহুতল ভবন।

এই বিভাগের আরোও খবর

Logo