মানবিক ও গরীবের বন্ধু খ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাদাৎ হোসেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ জুলাই , ২০২৫ ১৩:৪০ আপডেট: ২৯ জুলাই , ২০২৫ ১৩:৪০ পিএম
মানবিক ও গরীবের বন্ধু খ্যাত চক্ষু  বিশেষজ্ঞ ডা. শাহাদাৎ হোসেন

মানবতার এক অনন্য নজির সৃষ্টি করেছেন দক্ষিণ চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার মানবিক ও গরীবের বন্ধু খ্যাত  ডা: শাহাদাৎ হোসেন। সর্বদা হাসোজ্জল এ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করে  এলাকাবাসীর কাছে ইতোমধ্যে ব্যাপক  জনপ্রিয়  হয়ে ওঠেছেন।
চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার হাজীর পাড়া  নিবাসী মরহুম মমতাজ মিয়ার পাঁচ ছেলে তিন মেয়ের মধ্যে পঞ্চম। ২০ই এপ্রিল ১৯৬৮ সালে জন্ম তার। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও গাছবাড়িয়া-নিত্যানন্দ গৌরচন্দ্র স্কুল থেকে ৫ম ও ৮ম শ্রেণিতে টেলেন্টপুলে বৃত্তি, কৃতিত্বের সাথে ১৯৮৪ সালে এসএসসি পাশ করার পর শহরে পারি জামান। সেখানে ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ থেকে কৃতিত্বের সাথে ১৯৮৬ সালে এইচএসসি পাশ করার পর পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ থেকে সম্মানের সাথে ১৯৯৪ সালে এম.বি.বি.এস পাশ করেন। তিনি ১৯৯৭ সালে ডি.সি.ও (DCO) পাশ করেন। তিনি এর আগে ১৯৯৫ সালে পাহাড়তলী চক্ষু হাসপাতালের মধ্য দিয়ে  কর্মজীবন শুরু করে দীর্ঘদিন ঐ হাসপাতালে রোগী সেবার পর এখন শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারে রোগীদের সেবক হিসেবে দিনরাত কাজ করে যাচ্ছেন । 
ডাঃ  শাহাদৎ হোসেন  রাজনীতি  বিভেদ ভুলে তিনি সবাইকে নিয়ে এক কাতারে এসে দাঁড়ানোর চেষ্টা করেন। তিনি নিজেকে একজন মানবতাবাদী মানুষ হিসেবে গড়ে তোলার আপ্রাণ  চেষ্টা করে যাচ্ছেন। একজন দায়িত্বশীল ও জনদরদী চিকিৎসক হিসেবে তিনি অল্প সময়ে চন্দনাইশবাসীর অত্যন্ত আপনজনে পরিণত হয়ে উঠেন।রোগী অসচ্ছল হলে সাথে কিছু ঔষধ এবং যাতায়াত ভাড়াসহ দিয়ে দেন। তিনি বিভিন্ন ক্যাম্পে  অসংখ্য চক্ষু রোগীর চিকিৎসা এবং অসংখ্য ছানি রোগীকে বিনা পয়সায় অপারেশন করে আসছেন। 
জীবনে সম্মান নিয়ে বেঁচে থাকতে অতিরিক্ত ধন-সম্পদ কিংবা অর্থের প্রয়োজন পড়ে না। তাইতো ডা: শাহাদৎ হোসেন টাকা পয়সা উপার্জনকে বেছে না নিয়ে মানব সেবা এবং গরীব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করার ভিশন ও মিশন হিসেবে বেছে নিয়েছেন। অর্থের প্রতি লোভ কিংবা অতিরিক্ত উপার্জনের আকাঙ্ক্ষা তাকে আজ পর্যন্ত  প্রভাবিত করতে পারেনি। সত্যিকারের একজন চিকিৎসকের মূল লক্ষ্য এটাই হওয়া উচিত। বিনামূল্যে অসহায় দরিদ্র রোগী দেখে শুধু চন্দনাইশবাসী নয় অন্যান্য উপজেলার  মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবুও লেশ মাত্র অহংকার নেই এ চিকিৎসকের মনে। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র এবং অমায়িক ব্যবহারের অধিকারী। সাদা মনের এ চিকিৎসক সব সময় নিজেকে আড়াল রাখতেই পছন্দ করেন। প্রচারবিমুখ একজন অসাধারণ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক। 
গরীবের ডাক্তার খ্যাত শাহাদাৎ হোসেন শুধু একজন সমাজসেবক নয়, একজন সফল সংগঠকও বঠে। তার  একনিষ্ঠ নেতৃত্ব প্রদানের মাধ্যমে চন্দনাইশ সমিতি-চট্টগ্রামকে আজ পুরো চন্দনাইশবাসীর প্রাণের সংগঠনে পরিণত করেন। ২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কার্যকরী সংসদের সভাপতির দায়িত্ব পালন এবং বর্তমানে ট্রাস্টি বোর্ডের সভাপতি হিসেবে চন্দনাইশ সমিতিকে নেতৃত্ব দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চন্দনাইশ সমিতির উদ্যোগে তিনি ২৫০০ বিনামূল্যে ছানি অপারেশন এবং কৃত্রিম লেন্স সংযোজন করেন। তাছাড়া তিনি মানবকল্যাণ পরিষদ চট্টগ্রাম  সহ বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের গুরুত্ব পূর্ণ পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি চন্দনাইশ সহ চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার  গরিব দুঃখী মানুষ, যাদের মুখে একটু হাসি ফুটাবার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক তাঁর এই  খেদমতকে কবুল করুক। একই সাথে তাঁকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করুক।

এই বিভাগের আরোও খবর

Logo