খুলনার দিঘলিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে , উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দেবাংশু বিশ্বাস বলেন, উপজেলার খেয়াঘাট ও নগর ঘাটা ফেরিতে অতিরিক্ত টোল উত্তোলনের বিষয় নজর দারি বৃদ্ধির পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখল উদ্ধার, বাজার তদারকি এবং চলমান বর্ষা মৌসুমে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রকোপ থেকে রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়ার দরখাস্ত করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু দীর্ঘ ১৬ বছর পর উপজেলা প্রশাসনের আইন- শৃঙ্খলা কমিটির মিটিং এ যোগ দিতে পেরে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের উপজেলার সকল অনুষ্ঠান থেকে পরিহারের আহ্বান জানান।
তিনি আরো বলেন,আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন সহ সকলকে জিরো টলারেন্স বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো উল্লেখ করেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতাকর্মীরা দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সাধারণ মানুষের রক্ত চুষে গড়ে তোলা অর্থ সরকারি কোষাগারে নিয়ে জনগণের সেবায় বিলিয়ে দেওয়া হবে।
এ ছাড়াও তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা মঙ্গলবার ( ২৯ জুলাই) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দেবাংশু বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , যৌথবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার রাকিব, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুবুল আলম , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক গোলাম মোস্তফা মোল্লা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাসান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসনাত,
উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা , উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ খাঁ বাবলী, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু , জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান , আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার , যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন , মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, দিঘলিয়া এম এ মজিদ ডিগ্ৰী কলেজ এর প্রভাষক মোঃ নাছির হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।