তানোরে মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ জুলাই , ২০২৫ ১৭:৩৬ আপডেট: ২৯ জুলাই , ২০২৫ ১৭:৩৬ পিএম
তানোরে মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলার তানোর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব লিয়াকত সালমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমান, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম, তানোর আল মাদ্রাসাতুল ইসলাহীয়ার সুপার মোকসেদ আলী, কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডী, মুন্ডুমালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম, তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, জিওল দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আসলাম মিঞা, মুন্ডুমালা কামিল মাদ্রাসার সুপার আমির উদ্দিন এবং ছাওড় নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা মাহমুদ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লিয়াকত সালমান বলেন,
দুঃখজনক হলেও সত্য, তানোর উপজেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশের ফলাফল অর্জন করতে পারেনি। এই বাস্তবতা পরিবর্তনে আমাদের একসাথে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশে শিক্ষকগণকে আরো দায়িত্বশীল হতে হবে। তিনি আরো বলেন,
শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে স্মার্টফোন আনতে না পারে, সেজন্য প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানদের কঠোরভাবে নজর রাখতে হবে। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে আমরা সকলে মিলে কাজ করব। আমি তানোর উপজেলার শিক্ষা পরিবারকে সাথে নিয়ে প্রতিটি বিদ্যালয়ের ভবন উন্নয়ন, অবকাঠামো সংস্কার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই। তিনি তানোর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় সভাটি ছিল শিক্ষাবান্ধব, সৃজনশীল ও বাস্তবভিত্তিক আলোচনা-পর্বে সমৃদ্ধ। শিক্ষা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার রূপরেখা উপস্থাপন করেন সংশ্লিষ্টরা। সভা শেষে বিভিন্ন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ইউএনও-কে ধন্যবাদ জানান এমন একটি উন্মুক্ত আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য এবং ভবিষ্যতে এই ধরনের আরও সভার আহ্বান জানান।

এই বিভাগের আরোও খবর

Logo