সোনারগাঁয়ে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস সনদ ও পুরস্কার বিতরণ

নূর নবী জনি প্রকাশিত: ২৯ জুলাই , ২০২৫ ১৭:৩৩ আপডেট: ২৯ জুলাই , ২০২৫ ১৭:৩৩ পিএম
সোনারগাঁয়ে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস সনদ ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিম (এসইডিপি) এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম  রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মন্জুরুল মোর্শেদ,সহকারী কমিশনার( ভূমি) কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজ।এছাড়া আরোও উপস্থিত ছিলেন, একাডেমিক অফিসার কাজল চন্দ্র পাল,বাংলাদেশ জামাতে ইসলামির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য  ডা. ইকবাল হোসেন ভুইয়াসহ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।এ সময় উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo