বদলগাছীতে থামছেই না মাটি খেকোদের দৌরাত্ব্য অদৃশ্য কারনে নিরব প্রসাশন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:১৭ আপডেট: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:১৭ এএম
বদলগাছীতে থামছেই না মাটি খেকোদের দৌরাত্ব্য অদৃশ্য কারনে নিরব প্রসাশন
নওগাঁর বদলগাছীতে দিন দিন বেড়েই চলেছে ভেকু দিয়ে মাটি কেটে ইট ভাটায় বিক্রির মহোৎসব

নওগাঁর বদলগাছীতে দিন দিন বেড়েই চলেছে  ভেকু দিয়ে মাটি কেটে ইট ভাটায় বিক্রির মহোৎসব। এতে যেমন নষ্ট হচ্ছে  পরিবেশের ভারসাম্য তেমনি নষ্ট হচ্ছে ফসলি জমির উর্বরতা ।
বদলগাছীর বিভিন্ন ইট ভাটার পাশের জমি এবং পুকুর খননের নামে উর্বর দোআঁশ মাটি কেটে  বিক্রি করছে মালিক গন।  তাছাড়া যত্রতত্র গড়ে ওঠা ইট ভাটার কারনে বাতাসে কার্বনডাই অক্সাইডের পরিমান বেড়েই চলেছে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই  হুমকি স্বরুপ।
নগদ অর্থ দন্ড ও জরিমানা করেও থামছেনা  মাটি খেকোদের দৌরাত্ব্য, এ বিষয়ে বারবার নিউজের মাধ্যমে প্রসাশনের নজরে আনার চেষ্টা করেও ব্যর্থ  হয়েছে নির্ভীক কিছু সাংবাদিক।  তাই আসুন  বাস যোগ্য  পৃথিবীটাকে আরও সুন্দর ভাবে গড়ে তোলার জন্য সকলের সচেতনতা ও  প্রসাশনের খুব দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

এই বিভাগের আরোও খবর

Logo