বড়াইগ্রাম ও লালপুরে মহান মে দিবস পালন

দেলোয়ার হোসেন লাইফ প্রকাশিত: ১ মে , ২০২৫ ১১:৩৯ আপডেট: ১ মে , ২০২৫ ১১:৩৯ এএম
বড়াইগ্রাম ও লালপুরে মহান মে দিবস পালন
নাটোরের লালপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে

নাটোরের লালপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালপুরে স্থানীয় মাইক্রো চালক সমিতির উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা। 
এসময় উপস্থিত ছিলেন, মাইক্রো চালক সমিতির সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক সাইদুর রহমান চান্দু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন, বিপ্লব কুমার ঘোষ সহ মালিক, ড্রাইভার এবং বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিক কর্মচারীবৃন্দ। একই সাথে বড়াইগ্রামের শ্রমিক ইউনিয়ন , জাসদ ও জামায়াত ইসলাম পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। শেষে সারাবিশ্বের শ্রমিক আন্দোলনে নিহত সকল শ্রমিক কর্মচারীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
    

এই বিভাগের আরোও খবর

Logo