রংপুরের পীরগাছায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও ঢাকা জজকোর্টের আইনজীবী শেখ শোভনকে থানায় তুলে নিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পীরগাছা থানার এসআই সফিকুল ইসলাম আকন্দের বিরুদ্ধে। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয়দের বিক্ষোভের মুখে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী শেখ শোভন অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙ্গার যোগসাজশে পুলিশ পরিকল্পিতভাবে তাঁকে মারধর ও হেনস্তা করেছে। তিনি দাবি করেন, তাঁর সহকর্মী ছাত্রদল নেতা শামীম হোসেনকে ‘মিথ্যা চাঁদাবাজির মামলায়’ আটক করার সময় প্রতিবাদ জানালে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চ্যাংদোলা করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্ত এসআই সফিকুল ইসলাম আকন্দ অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁদাবাজি মামলায় আসামি গ্রেফতারের সময় শেখ শোভন উত্তেজিত হয়ে পুলিশের কাজে বাধা দেন। তাই পরিস্থিতি সামাল দিতে তাঁকে থানায় আনা হয়েছিল। পরে পরিবারের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, তিনি মিটিংয়ে আছেন, পরে এ বিষয়ে কথা বলবেন।