পাংশায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ আগস্ট , ২০২৫ ১৭:০৫ আপডেট: ২১ আগস্ট , ২০২৫ ১৭:০৫ পিএম
পাংশায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত

রাজবাড়ীরআ পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) বিকালে আনন্দ র‍্যালি, সমাবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

পাংশা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সকল কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাংশা পৌরসভার সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বারেক মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সেলিম মিয়া, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সৈকত আহমেদ ও মো. জহুরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবু সরদার এবং সদস্য সচিব সজিব রানা প্রমুখ। র‍্যালী ও সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের প্রধান সড়ক ও বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, ডাস্টবিন প্রতিস্থাপন ও পাংশা পৌরসভা চত্ত্বরে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।এসময় স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo