নোয়াখালী চাটখিলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

মোঃ হানিফ প্রকাশিত: ৭ জুলাই , ২০২৫ ১৬:৫৮ আপডেট: ৭ জুলাই , ২০২৫ ১৬:৫৮ পিএম
নোয়াখালী চাটখিলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

চাটখিলে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে রোববার ( ৬ জুলাই) সকালে চাটখিল প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক  গুলজার হোসেন সৈকতের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক দীন মোহাম্মদ, প্রভাষক   জসিম মাহমুদ, প্রধান শিক্ষক  মনির হোসেন  , মোজাম্মেল হক লিটন ও রফিকুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দি বাংলা ইনডিপেনডেন্ট পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ হানিফ।  বক্তারা বলেন ৫আগস্ট এর পর থেকে এ পর্যন্ত চাটখিলে আটজন সাংবাদিক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এসব ব্যাপারে প্রশাসনে অভিযোগ করেও তেমন কোন লাভ হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ  সাংবাদিকরা হচ্ছেন তালতলা মহিলা মাদ্রাসার  অধ্যক্ষ  মাওলানা আশেকে এলাহী, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মনির হোসেন' নূর আলম, খালেদ হোসেন জুয়েল, মোজাম্মেল হক লিটন, রুবেল হোসেন,  আলমগীর হোসেন হিরু ও রফিকুজ্জামান। বক্তারা সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন, হয়রানী ও মিথ্যা মামলা দায়েরের উপর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে  উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo