হবিগঞ্জের মাধবপুর এলাকায় উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম এর উপর অতর্কিত হামলা, নগদ টাকা, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র লুটপাটের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন পাঞ্জেরি ইয়ুথ ফোরাম
হবিগঞ্জের মাধবপুর এলাকায় উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম এর উপর অতর্কিত হামলা, নগদ টাকা, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র লুটপাটের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন পাঞ্জেরি ইয়ুথ ফোরাম। গত মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১ টার দিকে কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শেখ এনামুল হক এর উপর অতর্কিত হামলা ও লুটপাটের প্রতিবাদ করে বক্তারা বলেন, দেশের সুনামধন্য একজন উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম, তিনি দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় ইসলামী সংগীত পরিবেশন করে থাকেন। তারই ধারাবাহিকতায় তিনি একটি ইসলামিক অনুষ্ঠানে কসবা গিয়েছিলেন। আসার পথে তার উপর এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে আমরা এই ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। এবং অতি দ্রুত এই হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
হামলায় আহত শেখ এনামুল জানান, ‘গত সোমবার একটি অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাই। অনুষ্ঠান শেষে কসবা থেকে প্রাইভেট কার যোগে সিলেট আসার পথে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপির শাহপুর ম্যাটাডোর কোম্পনীর সামনে আসার পর অজ্ঞাত কেউ প্রাইভেট কারের চাকার মধ্যে রড ছুড়ে মারে। তখন বিকঠ শব্দ শুনে গাড়ি থেকে নামার সাথে সাথে কোন কিছু বুজে উঠার আগেই অজ্ঞাত ৮-১০ জন ব্যক্তি দেশিয় অস্ত্র দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। হামলায় আমি ও আমার সফর সঙ্গী আজমল হোসেন এবং গাড়ির ড্রাইভার আহত হই।
হামলাকারীরা আমাদেরকে মারপিট করে আমার সাথে থাকা ১টি আইফোন ১৩ প্রো ম্যাক্স, নগদ-৩৪হাজার টাকা ও আজমল হোসেনের সাথে থাকা ১টি রেডমি নোট-৯ মোবাইল ও নগদ ১১হাজার ৫শত টাকা নিয়ে যায়।
তিনি আরও বলেন, আমি বর্তমানে চিকিৎসাধীন আছি এবং এই ঘটনায় অজ্ঞাত ৮-১০ জনের মানে হবিগঞ্জের মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- পাঞ্জেরি ইয়ুথ ফোরাম এর উপদেষ্টা, ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশিদ, পাঞ্জেরি ইয়ুথ ফোরাম এর সদস্য আহমেদ মাহির, সুমন আহমেদ, আব্দুল গনি চৌধুরী, আহমেদ হাসান, ফাহিম আহমেদ, আব্দুল হাসিম, ক্বারী আব্দুল রহমান প্রমুখ।