সোমবার (৩০ জুন) ভোরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহারাম নদীর শান্তিপুর এলাকা থেকে ইজারা বিহীন নদী থেকে বালু লুট করার সময় স্থানীয় জনতা একটি স্টিলবডি নৌকা সহ দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে নাছির উদ্দিন ও একই গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া।
পরে দুপুর ১২ টার দিকে উপজেলার প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে আসলে বালু ভর্তি স্টীল বড়ি নৌকা সহ আটক দুইজনকে তোলে দেওয়া হয়।।
এলাকাবাসী জানায় ইউএনও মহোদয় শান্তিপুর এলাকা থেকে বালু উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ করেছে, এছাড়াও শান্তিপুর বালু রক্ষা প্রতিরোধ কমিটি গঠন করেছে, কমিটির সদস্যরা দিনরাত পাহারা দেয়। আজ ভোরে একটি স্টিল বড়ি নৌকা এক হাজার ফুট ধারণক্ষমতা নৌকাটি লোড করার সময় আমরা আটক করি। পরে প্রশাসনকে অবগত করলে দুপুরে ঘটনাস্থলে প্রশাসনের পক্ষ থেকে একটি টিম আসলে আটক নৌকা সহ দুইজনকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
শান্তিপুর নদী বালু রক্ষা কমিটির আহবায়ক ও ইউ/পি সদস্য আব্দুর রাজ্জাক বলেন প্রশাসনের নির্দেশে আমরা নদীতে পাহারা ব্যবস্থা করেছি, এলাকার পক্ষ থেকে ও আমাদের কমিটির সদস্যরা নদীতে পাহারা দেয় কেউ যেন অবৈধভাবে কোন বালু উত্তোলন করতে না পারে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাশেম জানান, শান্তিপুর নদীতে আনুমানিক রাত ৩.০০ঘটিকায় সময় বালু উত্তোলন করার দায়ে ২ জনকে ০৩ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। বালু ভর্তি স্টীল বডি আটক করে জব্দ করা হয়েছে।
শান্তিপুরে গঠিত স্থানীয় আহবায়ক কমিটির সহযোগিতায় তাদেরকে ধরা হয়। কমিটি সমূহের কার্যপরিধি আরো বৃদ্ধি করতে হবে। আরো সহযোগিতা কামনা করছি।