বেসরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা কনসান ওয়ার্ল্ড ওয়ে বাংলাদেশ। আমতলী উপজেলার সাতটি ইউনিয়নে আর এম এন সি এইচ প্রজেক্ট কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য নিয়ে কাজ করছে।দক্ষিণ শাখারিয়া কমিউনিটি ক্লিনিকে সিজি গ্রুপের মাসিক সভা অনুষ্ঠিত হয় ২৫ আগস্ট ।অদ্য দক্ষিণ সাখারিয়া কমিউনিটি ক্লিনিকে সি.জি গ্রুপের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায়, সম্মানিত সভাপতি, CHCP ও অন্যান্য সদস্যগণের উপস্থিতিতে জরুরী আলোচনায়, সকলের সেবার লক্ষ্যে BP machine কেনার উদ্যোগ নেয়া হয় এবং সম্মানিত সদস্য এ্যাড. বাকের ভাই দেওয়ার প্রতিশ্রুতি রেখে, সভাপতি আজকের সভার সমাপ্তি ঘোষণা করেন।