শেরপুর প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামীর গণসংযোগসহ সভা সমাবেশ চলমান রয়েছে, তাঁরই প্রেক্ষিতে মজলিসে শূরা সদস্য ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, শেরপুর-১ আসনে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, ৮জুলাই (মঙ্গলবার) সদর উপজেলা কামারিয়া ইউনিয়নে তারাকান্দি বাজারে গণসংযোগ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কামারিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বাদ যোহর তারাকান্দি বাজার জামে মসজিদে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জেলা আমীর, মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কামারিয়া ইউনিয়ন শাখার সভাপতি,খাদেমুর খলিলুর রহমান, কামারিয়া ইউনিয়ন শাখার সেক্রোটারী,আব্দুর রহমান, কামারিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি,মাওলানা শফিকুল ইসলাম মাস্টার সহ জামায়াতে অন্যান্য নেতাকর্মীগণ ও সাধারন মুসল্লীগণ । রাশেদুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী ও জনগণ একই সুতোয় গাঁথা। জনগণকে সঙ্গে নতুন বাংলাদেশ গড়বে। আগামী জাতীয় নির্বাচনে দাড়িঁ পাল্লা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহনের মাধ্যমে নতুন এক শেরপুর গড়ার তুলব।"প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতি ঠিক রাখে সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে সরকার গঠনে প্রবাসীদের প্রকৃত মর্যাদা দিয়ে। নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন করতে সক্ষম কিনা তা প্রমাণের জন্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আস্থা অর্জন করতে হবে।"আলোচনা সভা শেষে তিনি জামায়াতের নেতা কর্মীদেরকে নিয়ে তারাকান্দি বাজারে ব্যবসায়ীসহ সর্বসাধারণের সাথে গণসংযোগ করেন ।