ঢাকা ও খুলনায় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ জুলাই , ২০২৫ ১৬:৪৫ আপডেট: ১২ জুলাই , ২০২৫ ১৬:৪৫ পিএম
ঢাকা ও খুলনায় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকার মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ী এবং খুলনায় যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।শ‌নিবার দুপু‌রে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘সাধারণ শিক্ষার্থী ও জনগণ’ ব্যানারে আয়োজিত এ বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনার জন্য প্রশাসনের ব্যর্থতা দায়ী। তারা অভিযোগ করেন, যারা আগে জুলুম-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করেছে, আজ তারাই ক্ষমতার অপব্যবহার করে মানুষ খুন করছে, চাঁদাবাজি চালাচ্ছে, ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়াচ্ছে।বক্তারা আরও বলেন, “আমরা এর আগেও খুনি, লুটেরা ও চাঁদাবাজদের বিরুদ্ধে জুলাই আন্দোলন করেছি। এবারও করব। অপরাধীরা যে দলই করুক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। বাংলার মাটিতে যেভাবে খুনি হাসিনার পতন ঘটানো হয়েছে, ঠিক তেমনি সন্ত্রাসীদেরও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”সমাবেশে দ্রুত সময়ের মধ্যে মিটফোর্ড ও খুলনার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় বক্তারা জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশে যে নৈরাজ্য চলছে, তাতে চুপ করে থাকলে কেউই নিরাপদ নয়।”
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ, তরুণ সমাজ এবং পেশাজীবীরাও অংশ নেন।

এই বিভাগের আরোও খবর

Logo