ঝিনাইদহে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ১১ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত

মোঃ রাসেল হোসেন প্রকাশিত: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৩:৪০ আপডেট: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৩:৪০ পিএম
ঝিনাইদহে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ১১ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত

রোজ শনিবার ৬ ই সেপ্টেম্বর বেলা ১০ দশটায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঝিনাইদহ জেলার ১১ তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ঝিনাইদহের কমিউনিস্ট আন্দোলনের ঝিনাইদহ জেলার রাজপথের পরীক্ষিত সৈনিক কমরেড রুবিউল আলম খোকনের সভাপতিত্বে পায়রা চত্বরে অনুষ্ঠিত হয়। 

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ঝিনাইদহের প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড আবুল কালাম আজাদ। সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা পূরণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এবং কাস্তে হাতুড়ি খরচিত লাল পতাকা উদ্বোধন করেন কমরেড আবুল কালাম আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড রুহিম হোসেন প্রিন্স।
বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঝিনাইদহ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড স্বপন কুমার বাগচী, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট লীগের ঝিনেদার জেলার সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লব বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর ঝিনাইদহ জেলার সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট আসাদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঝিনাইদহ জেলার নেতা সুজন বিপ্লব তোফাজ্জল হোসেন প্রমুখ। 

উদ্বোধন অনুষ্ঠান পরবর্তী ঝিনাইদহ শহরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এক মিছিল বাহির হয়।

এই বিভাগের আরোও খবর

Logo