১৬ জুলাই, ২০২৫ বুধবার সকাল ১১ টায় লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কফিল উদ্দীন মাহমুদের পরিচালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
১৬ জুলাই, ২০২৫ বুধবার সকাল ১১ টায় লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কফিল উদ্দীন মাহমুদের পরিচালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর ও সাবেক ইপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন, জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি, আহত জুলাই যোদ্ধারা। এছাড়াও আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লংগদু উপজেলা আমীর হাফেজ আব্দুল মতিন, এনসিপির উপজেলা আহবায়ক শাহ আলম মিন্টু, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবিএস মামুন। সভায় বক্তারা জুলাই আন্দোলনের পটভুমি তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ এ আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে যুক্ত হয়েছিলেন সাধারন মানুষ, সকল পেশার মানুষ। ছাত্র জনতার এই আন্দোলন যেন ব্যার্থ না হয়। ছাত্র-জনতার এই আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য যেন কার্যকর ও সফল হয় সে লক্ষ্যে সকলের ভুমিকা পালন করতে হবে। আগামীর দেশ যেন সকল প্রকার বৈষম্যমুক্ত, জুলুম মুক্ত ও স্বৈরাচার মুক্ত হয় সে আশা ব্যক্ত করেন। সকল প্রকার বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এবং সকল আহত যোদ্ধাদের পরিপুর্ন সুস্থতা কামন করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।