"দক্ষ যুব গড়বে দেশ,
বৈষম্যহীন বাংলাদেশ।"
এ প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ০৮/০৭/২০২৫ খ্রিষ্টাব্দ রোজ মঙ্গলবার যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠি কর্তৃক পরিচালিত ২০২৫-২০২৬ অর্থবছরের ৬ মাস মেয়াদী ও ৩ মাস মেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশরাফুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উজ্জ্বল কুমার রায়, পুলিশ সুপার, ঝালকাঠি; জনাব মোঃ আব্দুল্লাহ আল আমিন, ডেপুটি কো-অর্ডিনেটর, যুব প্রশিক্ষণ কেন্দ্র, ঝালকাঠি; জনাব মোঃ তোফাজ্জেল হোসেন, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠি; জনাব মোঃ দেলোয়ার হোসাইন, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আলাউদ্দিন, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠি।
অনুষ্ঠানে বক্তারা দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় দক্ষ যুবসমাজের গুরুত্ব তুলে ধরেন। দেশের তরুণ সমাজ পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।