জামালপুর জেলা বিএনপির স্মমেলন সফল করতে ছাত্রদলের মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ আগস্ট , ২০২৫ ১৭:৪৪ আপডেট: ২০ আগস্ট , ২০২৫ ১৭:৪৪ পিএম
জামালপুর জেলা বিএনপির স্মমেলন সফল করতে ছাত্রদলের মিছিল সমাবেশ
আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে জামালপুরে প্রচার মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

 
বুধবার (২০ আগস্ট)  দুপুরে শহরের স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রচার মিছিল বের হয়। প্রচার মিছিলটি  শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে এখানে  সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।ওয়ারেছ আলী মামুন বলেন, আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বিপুল সংখ্যক লোকের সমাগমের মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের সম্মেলনকে সফল ও স্বার্থক করার আহ্বান জানান।

এই বিভাগের আরোও খবর

Logo