চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দু'গ্রুপের ধাওয়া, ককটেল বিস্ফােরণ, আধা ঘণ্টা পর যান চলাচল শুরু

মোঃ মাইনুল ইসলাম প্রকাশিত: ২০ এপ্রিল , ২০২৫ ১৩:০৯ আপডেট: ২০ এপ্রিল , ২০২৫ ১৩:০৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দু'গ্রুপের ধাওয়া, ককটেল বিস্ফােরণ, আধা ঘণ্টা পর যান চলাচল শুরু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায়  ককটেল বিস্ফোরণের পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। শনিবার রাত পৌণে ৮টার দিকে উপজেলার ছত্রাজিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে রাখা বিক্ষুদ্ধরা। এতে উভয় পাশে আটকে যায় পণ্যবোঝাই ট্রাকসহ শতাধিক যানবাহন। আধা ঘণ্টা পর পুলিশের উপস্থিতে যান চলাচল শুরু হয়। স্থানীয়রা জানায়, রাতে ছত্রাজিতপুর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টুর ভাতিজা রাসেলের চায়ের দোকানের সামনে রানীহাটি এলাকার আসলাম ও সাহেব আলীসহ ৫-৭ ব্যক্তি মোটরসাইকেল রাখে। এ নিয়ে রাসেলের সাথে তাদের কথা কাটাকাটা হয়। এক পর্যায়ে ধাস্তাধস্তি হলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ভাঙচুর করা হয় তিনটি মোটরসাইকেল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরে মিন্টুর সমর্থকরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের অবরোধ করে বিক্ষুদ্ধরা। ফলে উভয় পাশে আটকে যায় শতাধিক পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহন। পুলিশের উপস্থিতে আধা ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, মোটরসাইকেল পার্কিং নিয়ে বিএনপির দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কাউকে আটক করা যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরোও খবর

Logo