গলাচিপায় বিএনপি'র নবনির্বাচিত কমিটির শীর্ষ নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৭ জুলাই , ২০২৫ ১৭:০৬ আপডেট: ৭ জুলাই , ২০২৫ ১৭:০৬ পিএম
গলাচিপায় বিএনপি'র নবনির্বাচিত কমিটির শীর্ষ নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত

পটুয়াখালী জেলা শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, গলাচিপা উপজেলা ও পৌর শাখার আয়োজনে ৬ জুলাই রবিবার বিকাল পাঁচটার সময় গলাচিপা সরকারি ডিগ্রী কলেজের হল রুমে নবনির্বাচিত কমিটির শীর্ষ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা দেয়া হয়। 
‎সংবার্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পটুয়াখালী জেলা শাখার নব নির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এ্যাড. মজিবর রহমান টোটন।
‎সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা  উপজেলা শাখা বিএনপি'র সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব সিদ্দিকুর রহমান।
‎ সঞ্চালনা করেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুস সত্তার হাওলাদার সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, গলাচিপা।
‎এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র নেতা মোঃ মোস্তাক আহমেদ পিনু, মোঃ বশির মৃধা ও সাবেক যুবদলের সভাপতি, মোঃ মনির ইসলাম লিটন সহ গলাচিপা উপজেলা বিএনপি'র যুবদলের  আহবায়ক মোঃ শাহিন খন্দকার, পৌর বিএনপি'র  সভাপতি মোঃ মিজানুর রহমান সাধারণ সম্পাদক মোঃ জসিম খান ও মোঃ জিয়াউর রহমান জিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি'র অঙ্গ সংগঠনের গলাচিপা উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত দলীয় নেতাকর্মীরা ফুলের তোরা নিয়ে অতিথি নেতৃবৃন্দের শ্লোগানে দিয়ে স্বাগত জানান।

এই বিভাগের আরোও খবর

Logo