ভোলা বোরহানউদ্দিন উপজেলার পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাংক চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ২০ জন মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৫,০০০ টাকা করে মোট ১,০০,০০০ (এক লাখ) টাকা প্রদান করা হয়।
এবং বাকি টাকা স্কুলের উন্নয়ন কাজে ব্যবহৃত হয়।
এই অনুদান PBGSI প্রকল্পের আওতায় SMAG/MMAG/GBAG এর বরাদ্দকৃত ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা থেকে প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—
“আজকের এই সহযোগিতা শুধু অর্থ সহায়তা নয়, বরং এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এক অনন্য পদক্ষেপ। আমাদের সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি সন্তানই আমাদের সম্পদ, তাই তাদের সঠিক শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে দেশকে এগিয়ে নেওয়ার যোগ্য নাগরিক হিসেবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিক, পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন্টু মজুমদার এবং বিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান মিহির। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
উপজেলা কর্মকর্তা বিদ্যালয়ের শিক্ষার মান ও শৃঙ্খলার প্রশংসা করে বলেন, “পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয় ইতোমধ্যেই এলাকার একটি উদাহরণ হয়ে উঠেছে। এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় নয়, মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ করছে।”
আয়োজকরা জানান, এই সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে তাদের উচ্চশিক্ষায় অগ্রসর হতে প্রেরণা জোগাবে।