সদর উপজেলা প্রতিনিধি (যশোর)
যশোরে শুরু হয়েছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড প্রতিযোগিতা শুক্রবার বিকেলে শেষ হয়েছে। এ প্রতিযোগিতার বিজ্ঞান অলিম্পিয়ার্ড সিনিয়র গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেছে অভয়নগরের আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, তৃতীয় স্থান লাভ করেছে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ। জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেছে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় , তৃতীয় স্থান লাভ করেছে কেশবপুর সাগরদাড়ি মাইকেল মধুসূদন ইন্সটিটিউশন।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীবে শেষ কর্মদিবস উপলক্ষে স্মৃতিচারণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মকর্তা কল্যাণ সমিতির ও কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বুধবার বেলা ১২টা সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মণিরামপুরে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আমজাদ হোসেন লাভলু আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তার প্রাপ্ত ভোট ৫৮ হাজার ৯০৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী প্রভাষক ফারুক হোসেন মোটরসাইকেল প্রতীকে ৫২ হাজার ৯২৬ পেয়েছেন।
কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী মফিজুর রহমান বিজয়ী হয়েছেন। ১৮ হাজার ৪৬৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন তিনি। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের আব্দুল্লাহ আল মামুন ৩২ হাজার ৪৩৪ ও মহিলা ভাইস চেয়ারম্যানে ফুটবল প্রতীকের রাবেয়া ইকবাল ৩৭ হাজার ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বুধবার ভোট শেষে গণনার পর বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন।
সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে যশোরের পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিদ্যালয়টি শ্রেষ্ঠ নির্বাচিত হয়। সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে গত রোববার কালেক্টরেট স্কুলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলা নির্বাচন আগামী ৮ মে। নির্বাচনে ২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনে ২৬০টি ভোট কেন্দ্র ও ১ হাজার ৬০৫ কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ২৬০ জন প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৬০৫ সহ প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবে। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ভাবে অনুষ্ঠান করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের সভায়।
আগামী ২৯ মে উপজেলা নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৩৯ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার ও বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেয়ার নির্ধারিত দিনে তারা মনোনয়ন পত্র জমা দেন। এরমধ্যে সদর উপজেলায় ১৫ প্রার্থী, অভয়নগর ৭ প্রার্থী ও বাঘারপাড়া ১৭ প্রার্থী মনোনয়ন পত্র জমা জমা দেন।
যশোরের ঘোপ কবরস্থানের উন্নয়ন মূলক কাজের নামে বটগাছ ও মেহগণি গাছ কাটা হয়েছে। এর একটি পুরাতন বটগাছ কাটার জন্য মোটা মোটা ডালছাটা হয়েছে।এতে করে ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসি। কবরস্থানের পশ্চিম পাশে বট গাছ সহ অন্যান্য গাছ কাটা বন্ধের দাবী জানিয়েছেন তারা। কবরস্থা মাদ্রাসার উন্নয়নমূলক কাজের জন্য গাছ দেয়া হবে। তবে এ বিষয় কিছু জানেন না বলে জানান মাদ্রাসার সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশীদ।