সদর উপজেলা প্রতিনিধি (যশোর)
বোর্ড সূত্র জানায়, এবছর এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১ লাখ ৬ হাজার ৪৫৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১ লাখ ৫ হাজার ১২৬ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩২৮ পরীক্ষার্থী। ২০২৩ সালে এ পরীক্ষার্থী ১ লাখ ২ হাজার ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১ লাখ ১ হাজার ৪১৪ জন। অনুপস্থিত ছিল ৬২৪ পরীক্ষার্থী। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় এবছর ৭০৪ পরীক্ষার্থী বেশি।
খলিলুর রহমান কলেজের অধ্যক্ষ জাকির হোসেন জানান, তার কলেজের পরীক্ষার্থী সোহাগ মোল্লা রোল-৬৮৫৬৪৫, রাজিব শেখ রোল-৬৮৫৪৮৫ ও নাসিম মোল্লা রোল-৬৮৫৬৪৭ । গত এপ্রিল মাসে নারী সংক্রান্ত ঘটনায় মোল্লার থানা পুলিশ তাদেরকে আটক করে। এদের বিরুদ্ধে মামলা। মামলা নং-সোহাগ মোল্লার ১৪২৭/২৪, রাজিব শেখের মামলা নং ১৪২৯/২৪ ও নাসিম মোল্লার মামলা নং ১৪৩০/২৪। অভিভাবকের পক্ষ থেকে পরীক্ষা দেয়ার অনুমতি চেয়ে আবেদন করে। কোট থেকে কারাগারে আটক তিন পরীক্ষা গ্রহণের ব্যব¯’া করার জন্য রায় দেয় আটক তিন পরীক্ষার্থী পক্ষে। আদালতের চিঠির প্রেক্ষিতে বোর্ড থেকে থাকা তিন পরীক্ষার্থীর কারাগারের ভেতরে এদের পরীক্ষা নেয়ার ব্যব¯’া করার জন্য বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ। সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের পরীক্ষা কমিটির আহবায়ক আব্দুল গফ্ফা জানান আমরা শিক্ষা বোর্ডের চিঠি পেয়েছি। চিঠির প্রেক্ষিতে কারাগারে আটক তিন পরীক্ষার্থী পরীক্ষা গ্রহণ করবো।
সরেজমিন দেখা যায়, যাত্রীরা স্টেশনে এসে প্রথমে এক নম্বর প্লাটফর্মে অবস্থান করেন। ট্রেন কোন প্লাটফর্মে দাঁড়াবে কন্ট্রোল রুম থেকে মাইকে ঘোষণা দেয়া হয়। ট্রেন স্টেশনে পৌঁছনোর অল্প কিছু সময় আগে এটি জানানো হয়। আর তার পরপরই প্রথম প্লাটফর্ম থেকে দ্বিতীয় প্লাটফর্মে যেতে তাড়াহুড়ো শুরু হয় যাত্রীদের। তাদের অনেকে দুই দুইটি রেললাইন পাড় হয়ে দুই নম্বর প্লাটফর্মে যান। ট্রেন স্টেশনের কাছাকাছি চলে এসেছে, প্লাটফর্ম ছুঁই ছুঁই করছে তখনও ঝুঁকি নিয়ে এই পারপার চলে। তবে সচেতন মানুষদের বেশির ভাগ কষ্ট সহ্য করে ওভারব্রিজ পাড়ি দেন।
বোর্ড সূত্র জানায়, ১২ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। একাদশে ভর্তির আবেদনের সময় নির্ধারণ করে দেয়া হয় ২৬ মে থেকে ১১ জুন পর্যন্ত। এসময়ে মধ্যে যশোর শিক্ষা বোর্ডের ২ লাখ ১৯ হাজার ৯৭২ আসনের বিপরীতে আবেদন করে ১ লাখ ৪২ হাজার ৪২৩ শিক্ষার্থী। ১২ ও ১৩ জুন আবেদন যাচাইবাছাই ও আপত্তি নিষ্পত্তি, একই সময় পুনঃনিরীক্ষার ফলাফল পরবর্তি আবেদন গ্রহণ করা হয়। ২৩ জুন প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। সেই ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে ২ লাখ ১৯ হাজার ৯৭২ আসনের বিপরীতে সিলেকশন পেয়েছে পেয়েছে ১ লাখ ২৫ হাজার ৭১৭ শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৪৩ হাজার ৮৩২ আসনের বিপরীতে আবেদন করে ২৩ হাজার ৯৮৩ শিক্ষার্থী।
এরমধ্যে ৬২ পরীক্ষার্থী অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে ও বাকি ১৭ পরীক্ষার্থী শ্রুতিলেখকের মাধ্যমে পাবে ২০ মিনিট বর্ধিত সময়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এতথ্য জানা গেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে সিভিল সার্জন আরো বলেন রাসেল ভাইপারে এন্টি ভেনাম পর্যাপ্ত আছে। এগুলো ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে দেয়া আছে। রাসেল ভাইপারে কামড় দিলে রোগীকে দ্রæত হাসপাতাল ও স্বা¯’্য কমপ্লেক্সে আনতে হবে। যশোর জেলায় রাসেল ভাইপারে কামড়ের কোন রোগী নেই। এখবর শুধু গুজব। এটা থেকে নিজেকে রক্ষা করতে নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। সাপ দেখলে আঘাত করা যাবে না।
ব্যবসায়ীর বলছেন, বেশ কতগুলো কারণে প্লাটফর্মটি ব্যবহার করছেন না তারা। যার মধ্যে অন্যতম কারণ হলো রেলপথে পণ্য আমদানিতে এখন অনেক ঝক্কি-ঝামেলা। একটি ‘রেক’-এ যতগুলো বগি থাকে তার সবগুলো ভর্তি না হওয়া পর্যন্ত ট্রেন ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে না। এক্ষেত্রে সবকটি বগি পূর্ণ হতে অনেক সময়; অন্তত ৪ থেকে ৫ দিন পর্যন্ত লেগে যায়। ট্রাকে করে পণ্য আনলে এখন এক থেকে দুই দিনের বেশি সময় লাগে না। যার কারণে ট্রেনে করে পণ্য আনায় আগ্রহ কমে গেছে।
ওয়েবসাইটে দেয়া নির্দেশনায় উল্ল্যেখ করা হয়েছে, পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে সকাল সাড়ে ৯টার মধ্যে প্রবেশ নিশ্চিত করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে বহুনির্বাচনি (এমসিকিউ) ও রচনামূলক (সিকিউ) পরীক্ষার উত্তরপত্র একই সাথে সরবরাহ করতে হবে। এইচএসসি পরীক্ষা ২০২৪ এর সময় ও নম্বর বিভাজন অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। কেন্দ্রে সংযুক্ত ট্যাগ অফিসার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তাঁর মনোনীত প্রতিনিধিকে নিয়ে ট্রেজারি বা থানা অথবা নিরাপত্তা হেফাজত হতে প্রশ্নপত্র গ্রহণ করবেন এবং পরীক্ষা শুরুর পূর্বে ট্যাগ অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও স্বাক্ষরে বিধি অনুসরণ করে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।