সদর উপজেলা প্রতিনিধি (যশোর)
বক্তব্যে তিনি যানটি নিয়ন্ত্রণে আনাসহ রাস্তায় যাতে ইট ও বালি রেখে যাতে নির্মাণ কাজ না করা হয় সে ব্যাপারে ব্যবস্থা নিতে যশোর পৌরসভার মেয়রকে নির্দেশ দেন। এ ছাড়াও ড্রেনের ওপর নির্মাণ করা ঘর উচ্ছেদেরও নির্দেশ দেন তিনি। সেই সাথে ডেঙ্গু নিধনে সবাইকে সচেতনত হওয়ার আহ্বান জানান।
সভায় বোর্ড চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার বলেছেন, অফিসের সবাই মিলে আমরা একটা পরিবার। পরিবারের সকলকে সততা ও নিষ্ঠান সাথে দায়িত্ব পালন করতে হবে। তবেই অফিসের সুনাম আরো বৃদ্ধি পাবে। দুরদুরান্ত থেকে আসা শিক্ষক, শিক্ষার্থীরা যাতে সেবা নিতে এসে সেবা না পেয়ে ফিরে না যায়। আর অফিসের তথ্য কেউ বাইরে প্রকাশ করবেন না। আর যদি করেন,তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন র্যালির উদ্বোধন করে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। তিনি ভুমি সেবা এমন একটি সেবা যা মানুষকে একবার হলেও নিতে হয়। সমাজ, রাষ্ট্রে মানুষের একমাত্র পরিচয়ের মাধ্যম ভুমি। এই ভুমির স্বাধীনতা অর্জনের জন্য দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ভুমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়। যাতে করে মানুষ সেবা সম্পর্কে সচেতন হয়।
এ উপলক্ষে সকালে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভয় অনুষ্ঠিত হয়। সভায় বক্তার গাছ লাগানোর জন্য সকলের প্রতি আহবান জানান। তারা বলেন, গাছ অনেক কমে যাওয়ায় পরিবেশে বিপর্যয় সৃষ্টি হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সকলে গাছ লাগানো উচিৎ।
নির্বাচনে যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু মোটর সাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫৭ হাজার ৯১৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা আনোয়ার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৬১০ ভোট। তৃতীয় স্থানে আছেন দোয়াত-কলম প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। তিনি পেয়েছেন ভোট ৩৬ হাজার ৬১১। কাপ-পিরিচ প্রতীকের শফিকুল ইসলাম জুয়েল পেয়েছেন ১৪ হাজার ১৫৯ ভোট। বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী পান ১২ হাজার ৫৪৬ ভোট। এর বাইরে শালিক প্রতীকের মোহিত কুমার নাথ ৯ হাজার ৯০৪, জোড়া ফুল প্রতীকের শাহারুল ইসলাম ৮ হাজার ৫০৬ ও হেলিকপ্টার প্রতীকের আনম আরিফুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ২১৯ ভোট।
যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আজ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বিরতিহীন ভোটগ্রহণ হবে। ভোটযুদ্ধে এদিন ১৬ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৮, পুরুষ ভাইস চেয়ারম্যান ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন। চেয়ারম্যান পদে কে হাসবেন বিজয়ের হাসি তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বিকেল ৪টার পরপরই স্পষ্ট হবে উপজেলার মসনদে কে বসবেন ?
সোমবার নির্বাচনী সামগ্রী ভোট কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ। তিনি জানান, সদরের ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ২১৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ৬ লাখ ৭ হাজার ৭৮৯ ভোটার। এরমধ্যে পুরুষ ৩ লাখ ৪ হাজার ৭৩০, মহিলা ৩ লাখ ৩ হাজার ৫২ ও হিজড়া ভোটার ৭ জন। তিনি আরো জানান সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ৩ হাজার ৩৫০ জন আনসার সদস্য, ২ হাজার ১০০ পুলিশ সদস্য, ৪ প্লাটুন বিজিবি, র্যাবের ৪টি টিম দায়িত্ব পালন করবে। সেই সাথে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ১৮টি ভ্রাম্যমান আদালত । ১৫টি ইউনিয়নে ১৩টি ও পৌরসভায় থাকবে ৩টি ভ্রাম্যমান আদালত এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম শাহীন।
যশোরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার গঠন করেছেন। উনার ভোট লাগে না, নির্র্বাচন লাগে না। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি নির্বাচন পর্যন্ত বঙ্গ ভবন থেকে শেখ হাসিনা যে তালিকা দেন, সেটাই নির্বাচন কমিশন নির্বাচনের দিন প্রকাশ করবেন। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না। এটাই হচ্ছে বিধান, এটাই শেখ হাসিনা তৈরি করেছেন। এর বাইরে অন্য কিছু হয় না। তাই প্রধানমন্ত্রীর জনগণের দরকার পড়ে না, বেনজির আজিজদের মত কিছু লোকদের দরকার পড়ে ।