আদালতের নির্দেশে ওসির হাতে টাকা বুঝে পেলেন ভুক্তভোগী রাজশাহীর তানোরে সাব-রেজিস্ট্রি অফিস থেকে জমি বিক্রির অর্থ চুরির ঘটনায় অবশেষে স্বস্তি ফিরে পেলেন ভুক্তভোগী নারী। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে চুরি যাওয়া পুরো ১১ লাখ ৩০ হাজার টাকা ফেরত পেয়েছেন তিনি।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন থানায় আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ ভুক্তভোগীর হাতে তুলে দেন। টাকা ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। জানা যায়, গত ২৮ জুলাই তানোর সাব-রেজিস্ট্রি অফিসে জমি বিক্রির জন্য আসেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরইল মঠপুকুর মহল্লার মৃত রবিউল হকের স্ত্রী মাবিয়া খাতুন (৬৫)। জমি বিক্রি করে পাওয়া ১১ লাখ ৩০ হাজার টাকা মুহূর্তের মধ্যে চুরি করে পালিয়ে যায় তানোর উপজেলার একান্নপুর গোয়ালপাড়া (জোতপাড়া) গ্রামের আরজেদ আলী (৩৪), পিতা সাইদুর রহমান। সেই দিনই পুলিশ অভিযান চালিয়ে আরজেদ আলীকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির পাশে মাটি খুঁড়ে ১০ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে অবশিষ্ট ৩৫ হাজার টাকা আদালতে জমা দেন আরজেদ। ভুক্তভোগী মাবিয়া খাতুন বাদী হয়ে তানোর থানায় মামলা দায়ের করলে গ্রেপ্তার চোর বর্তমানে জেল হাজতে বন্দী রয়েছেন।
আদালতের নির্দেশে সব টাকা ফেরত দেওয়া হয়। থানায় এসে নগদ অর্থ হাতে পেয়ে আবেগে কেঁদে ফেলেন ভুক্তভোগী নারী। তিনি পুলিশ ও আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ প্রসঙ্গে তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন,
ঘটনার পরই আমরা চোরকে আটকের মাধ্যমে মূল টাকা উদ্ধার করতে সক্ষম হই। আদালতের নির্দেশে বাকি টাকা ফেরত দেওয়া হলো। একজন ভুক্তভোগীকে তার কষ্টার্জিত অর্থ ফেরত দিতে পেরে আমরা স্বস্তি বোধ করছি।
এই ঘটনায় তানোরসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ পুলিশের দ্রুত পদক্ষেপ ও অর্থ উদ্ধারে সাফল্যের জন্য ওসি আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রশংসায় ভাসাচ্ছেন।