বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিদ্যালয়ের মাঠে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত দিনব্যাপী প্রাণবন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। তিনি বিজয়ী এবং বিজিত উভয় দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি টুর্নামেন্টে আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম (দুদু) টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শ্রমিকদলের নেতা বাবলু মন্ডল প্রমুখ।
অতিথিরা বলেন, প্রাণবন্ত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই ধরনের খেলাধুলা শুধু বিনোদনই দেয় না, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে সুস্থ মানসিকতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নেতৃত্ব বিকাশেও সাহায্য করে। এটি একটি গুরুত্বপূর্ণ সহশিক্ষা কার্যক্রম।