ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর তত্ত্বাবধানে সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলার মূল আসামি মো: কামাল হোসেন ওরফে কামাল মাঝি (৩৫) কে গ্রেফতার করেছে। এজাহার অনুযায়ী, গত ৯ জুলাই রাত ১:৩০টার দিকে ভিকটিমের ঘরে সিঁধ কেটে ঢুকে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করা হয়। ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ সুপার এর নির্দেশে ধারাবাহিক অভিযানে ১৪ জুলাই সকাল ৫:৩০টায় ভোলা সদর থানার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চর আনন্দ এলাকা থেকে তাকে আটক করা হয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে, বলে জানিয়েছেন।