চন্দনী ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে তালা ঝুলছে। অথচ সচিবের অনুপস্থিতিতে দেখা যাচ্ছে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের। কিন্তু তারা কোনো প্রশাসনিক কার্যক্রমে ব্যস্ত না থেকে সময় কাটাচ্ছেন তাস খেলে! সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিষদের মূল ভবনের একটি কক্ষে সচিবের নামের ফলক লাগানো থাকলেও দরজায় তালা ঝুলছে। পাশের একটি ঘরে চার-পাঁচজন গ্রাম পুলিশ তাস খেলারত অবস্থায় সময় পার করছেন। অফিসে সাধারণ মানুষের উপস্থিতি তেমন দেখা যায়নি, কারণ অভিযোগ রয়েছে সচিব মাঝেমধ্যেই পরিষদে উপস্থিত থাকেন না। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদে গুরুত্বপূর্ণ নানা সেবা যেমন জন্মনিবন্ধন, নাগরিক সনদ, প্রত্যয়নপত্র ইত্যাদি নিতে গিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কেউ কেউ কয়েকবার ঘুরেও সেবা পাচ্ছেন না সচিবের অনুপস্থিতির কারণে। স্থানীয় সচেতন মহল বলছে, ইউনিয়ন পরিষদ জনগণের সবচেয়ে কাছের সেবাদানকারী প্রতিষ্ঠান। সেখানে এমন অনিয়ম ও দায়িত্বহীনতা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে যথাযথ তদন্ত ও সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা। চন্দনী ইউনিয়ন পরিষদের মতো জায়গায় যদি গ্রাম পুলিশের তাস খেলা আর সচিবের তালাবদ্ধ কক্ষ হয়ে উঠে নিয়মিত চিত্র—তবে সাধারণ মানুষের অধিকার ও সরকারি সেবা প্রশ্নের মুখে পড়ে। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা জরুরি।