আজ ১৫ জুলাই ক্যাম্পাস এবং ক্যাম্পাস এলাকার জামালপুর - দেওয়ানগঞ্জ সড়কে প্রকৌশল খাতে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে জাবিপ্রবির শিক্ষার্থীরা।
আজ ১৫ জুলাই ক্যাম্পাস এবং ক্যাম্পাস এলাকার জামালপুর - দেওয়ানগঞ্জ সড়কে প্রকৌশল খাতে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে জাবিপ্রবির শিক্ষার্থীরা। প্রকৌশলী পদে নিয়োগে বিদ্যমান বৈষম্যমূলক কোটা বাতিল, পদোন্নতির পরিবর্তে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং প্রকৌশলী হিসেবে স্বীকৃতির জন্য বিএসসি ডিগ্রিকে বাধ্যতামূলক করার দাবিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শত শত সাধারণ শিক্ষার্থীরা। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুসিয়ারী দেন তারা।