নান্দাইলের আচারগাঁওয়ে গ্রামীণ রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করে নির্মাণ

ফরিদ মিয়া প্রকাশিত: ২৪ জুলাই , ২০২৫ ১৮:০৭ আপডেট: ২৪ জুলাই , ২০২৫ ১৮:০৭ পিএম
নান্দাইলের আচারগাঁওয়ে গ্রামীণ রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করে নির্মাণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে চলমান একটি গ্রামীণ রাস্তার নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঝাউগড়া ব্রিজ থেকে গইছখালী পর্যন্ত রাস্তাটির পাকাকরণ কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট, যা সামান্য চাপেই গুঁড়ো হয়ে যাচ্ছে।
এলাকাবাসী জানান, বহুদিন ধরেই তাঁরা এই রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর কাজ শুরু হলেও নির্মাণসামগ্রী দেখে চরম হতাশ হয়েছেন তারা। তাদের ভাষায়, এমন নাজুক ইট দিয়ে নির্মাণ করা হলে রাস্তার টিকতে বেশি সময় লাগবে না, কয়েক মাসের মধ্যেই তা চলাচলের অযোগ্য হয়ে পড়বে।
 স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে এই রাস্তাটির উন্নয়ন চেয়ে আসছি। অবশেষে কাজ শুরু হলেও এখন দেখছি মানহীন উপকরণ দিয়ে রাস্তা বানানো হচ্ছে। আমরা এটা মেনে নিতে পারি না।”
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত প্রকল্পটির নির্মাণ সামগ্রী পরীক্ষা ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী ও এলজিইডি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo