ফরিদপুরের সালথায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নাজিম বকাউল প্রকাশিত: ৩১ জুলাই , ২০২৫ ১৬:৩১ আপডেট: ৩১ জুলাই , ২০২৫ ১৬:৩১ পিএম
ফরিদপুরের সালথায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ফরিদপুরের সালথায় অজ্ঞাত এক যুবকের (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খালের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পুরুরা খালের পানিতে পাটের আশ ছাড়ানোর কাজ করতে গিয়ে লাশটি ভাসতে দেখেন শ্রমিকরা। লাশের পরনে একটি লুঙ্গি রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে পুরুরা খাল থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শীরের পোকা ধরেছে। ধারনা করা হচ্ছে, লাশটি এলাকার কারো না, অন্য এলাকা থেকে ভেসে এসেছে। মরদেহের পরিচয় সনাক্তে আমরা কাজ করছি।

এই বিভাগের আরোও খবর

Logo