পটুয়াখালী জেলার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মালামাল নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে ঢাকা এবং কুয়াকাটা মহাসড়কের মাঝপথে ছুড়িকেটা নামক স্থানে। লোহা ভর্তি ট্রাক থামিয়ে রাত আনুমানিক দুইটার সময় চালকের মোবাইল ছিনিয়ে নিয়ে মালিকের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেছে কিশোর গ্যাং। প্রধান আসামি সাগরকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। আমতলীর সুশীল সমাজের মানুষের রাতের ঘুম হারাম হচ্ছে। আমতলীর জনগণের প্রশাসনের কাছে একটাই দাবি চাঁদাবাজদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এরমধ্যে কিছু সংখ্যক কিশোর বিএনপি'র অঙ্গ সংগঠনের সাথে জড়িত।