কটিয়াদী উপজেলা জামায়াতের ওলামা বিভাগের উদ্দ্যোগে সিরাতুন্নাবীর (সঃ) আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৩:৪৮ আপডেট: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৩:৪৮ পিএম
কটিয়াদী উপজেলা জামায়াতের ওলামা বিভাগের উদ্দ্যোগে সিরাতুন্নাবীর (সঃ) আলোচনা সভা অনুষ্ঠিত

কটিয়াদী উপজেলা জামায়াতের ওলামা বিভাগের উদ্দ্যোগে সিরাতুন্নাবীর (সঃ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   
প্রধান বক্তা ছিলেন মুফতি ড.আবুল কালাম আজাদ বাশার (হাফি:)।
প্রধান মেহমান ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওঃ আজিজুল হক।
বিশেষ আলোচকবৃন্দ হিসাবে উপস্থিত ছিলেন,অধ্যাপক আজিজুল হক,জেলা রাজনৈতিক সেক্রেটারী। অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার,কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর। শফিকুল ইসলাম মোড়ল,কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, জেলা ইউনিট সদস্য। মাও: আবুল কাশেম বিপ্লব, অধ্যক্ষ, ফেকামারা ফাজিল মাদ্রাসা।সভাপতিত্ব করেন কটিয়াদী উলামা বিভাগের সভাপতি মাও: মুফতি শফিকুল ইসলাম নূরী।সঞ্চালনায় ছিলেন  মাও: মাহমুদুল হাসান।এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আনিসুজ্জামান, আমীর কটিয়াদী পৌরসভা।জনাব মাওলানা জসিম উদ্দিন, কর্ম ও শূরা পরিষদ। নায়েবে আমীর জনাব সাইদুল হক বিএসসি। মাওলানা আলী হোসেন রনি কাওসারী,কটিয়াদী উপজেলা যুব বিভাগ।জনাব জামাল উদ্দিন মাস্টার, অফিস সেক্রেটারি কটিয়াদী উপজেলা।জনাব ওয়াহিদুল হক মাস্টার কর্ম ও শূরা পরিষদ।  জনাব শহিদুল ইসলাম দুলাল,সভাপতি কটিয়াদী উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন।জনাব বিলাল বিএসসি, আমীর জালালপুর ইউনিয়ন। জনাব মাহফুজুর রহমান, আমীর লোহাজুরি ইউনিয়ন। জনাব মাওলানা হাবিবুর রহমান, সভাপতি করগাও ইউনিয়ন। জনাব মাওলানা আবু হানিফ বিন কালাম, সভাপতি সহশ্রাম-দুলদিয়া ইউনিয়ন। জনাব মাওলানা আমিনুল ইসলাম, সভাপতি মসুয়া ইউনিয়ন। জনাব রহমতুল্লাহ আকন্দ, সভাপতি আচমিতা ইউনিয়ন। জনাব বুরহান, সভাপতি চান্দপুর ইউনিয়ন। 

এই বিভাগের আরোও খবর

Logo