আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা মাদরাসায় ২৯তম ১১ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সমাপনী দিবস আজ সুসম্পন্ন

আহমদ উল্লাহ প্রকাশিত: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৩:৪৬ আপডেট: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৩:৪৬ পিএম
আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা মাদরাসায়  ২৯তম ১১ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সমাপনী দিবস আজ  সুসম্পন্ন

উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই (হাধুরখীল)   আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদরাসা ও তজবিদুল কোরআন হাফেজিয়া এতিমখানার উদ্যোগে
প্রতি বৎসরের ন্যায় এ বছরও ১ রবিউল আউয়াল হতে ১১ রবিউল আউয়াল পর্যন্ত ২৯তম১১ দিন ব্যাপী সকল ঈদের সেরা ঈদ, 
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সালতু সালাম মাহফিল।
২৫ আগস্ট ২০২৫ হতে ৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি পর্যন্ত। 
প্রতিদিন বাদে জোহর থেকে ৪ টা পর্যন্ত নিয়মিত ক্লাস শেষে
আজ সমাপনী দিবস
সাকাল ১০ টা থেকে জশনে জুলুস শেষে 
১ম অধিবেশন, মাদরাসার সহসুপার আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন চৌধুরীর  সভাপতিত্বে আমাতুন নাহার শরীফ এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন  ধলই ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুন আর রশিদ চৌধুরী।  
প্রধান বক্তা ছিলেন 
সৈয়দা তাসলিমা আক্তার আযহারী 
বিশেষ অতিথি ছিলেন
অত্র মাদরাসার প্রাক্তন ছাত্রী
সাদিয়া আফরিন চৌধুরী 
উম্মে খানম ইশা প্রাক্তন জামেয়ান,
উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষিকা ও অভিভাবক ছাত্রী বৃদ্ধ । 
২য় অধিবেশন, মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে মাস্টার আফাজ উদ্দীন চৌধুরীর সঞ্চালনায়
শুভেচ্ছা বক্তব্য রেখেছেন মাদরাসার দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া শামসুল উলুম মাদরাসার অধ্যক্ষ
হযরতুলহাজ্ব আল্লামা সালেহ আহমদ আনসারী( মাঃ জিঃ আঃ) 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনর
মাদরাসার বর্তমান এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মাওলানা শেখ মুহাম্মদ বশিরুল আলম নিযামী। প্রধান বক্তা ছিলেন
বুড়িরচর জিয়াউল উলুম মাদরাসা মুদার্রিছ আলহাজ্ব মাওলানা আবু তাহের নুরি। 
বিশেষ আলোচক  মাওলানা মঈনুল আবেদীন চৌধুরী মাসুদ, মাওলানা হাফেজ রিদওয়ানুল হক কাদেরী  সহকারী মাওলানা  সৈয়দ মুহাম্মদ  রেজাউল হক, মাওলানা রবিউল হোসাইন,
মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী,  নাছিমা আকতার, হাদী রহিমা বেগম
মাওলানা ওবাইদুল্লাহ চৌধুরী, 
মাওলানা হাফেজ আইয়ুব আলী, মাস্টার মোহাম্মদ এয়াকুব, মাস্টার মোহাম্মদ জাহিদুল ইসলাম, জান্নাতুন নাঈম,
রিপা বেগম, nমোহাম্মদ বেলাল,
সিরাজুল মাওলা, হাফেজ ইলিয়াস,  ইমরানুল হক, হাফেজ মুহাম্মদ মিজান,
  হাফেজ জিয়াউর রহমান  প্রমুখ। 

এই বিভাগের আরোও খবর

Logo